প্রকাশিত : ১৪ মে, ২০১৯ ২০:০৮

কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

“আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ” আদর্শ গ্রামে উন্নয়নে ইসলামী ব্যাংক” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু এস এম ই শাখার উদ্যোগে শাখা চত্বরে মঙ্গলবার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু এস এম ই শাখার শাখা প্রধান মোঃ আকরামুল ইসলাম। উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক। প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী ব্যাংকের এই জনকল্যাণ মূলক কাজের প্রসংশা করেন এবং এ জাতীয় কার্যক্রমের জন্য ইসলামী ব্যাংকের পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার উদত্ত্ব আহবান জানান। বক্তব্য শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের ১’শ ৬২ জন মেধাবী সন্তানদের মাঝে ব্যাগ, ছাতা, টিফিন বক্র, পেন্সিল বক্র, জ্যামিতি বক্র, স্কেল, পেন্সিল, পেন্সিল কাটার সহ ইত্যাদি শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা এ কে এম আজাদ, সহকারি প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু এস এম ই শাখার ম্যানেজার অপারেশন এ কে এম শামসুজ্জামান।

উপরে