প্রকাশিত : ১৫ মে, ২০১৯ ১৫:৫৩

গুজিয়া উচ্চ বিদ্যালয়ের পর্যালোচনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
গুজিয়া উচ্চ বিদ্যালয়ের পর্যালোচনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুজিয়া উচ্চ বিদ্যালয়ের পর্যালোচনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এদের মধ্যে ৪জন ভোটে নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন, ১নং প্রতীক নিয়ে ৩৬৪ টি ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ আনারুল ইসলাম, ৫নং প্রতীক নিয়ে ৩০৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোঃ ফিরোজ আহম্মেদ (বি.এ), ২নং প্রতীক নিয়ে ২৯৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শিবগঞ্জ ইউপি সদস্য মোঃ আবু হাসান (দুলা), ৮নং প্রতীক নিয়ে ২৮০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন সোঃ রুহুল আমিন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭১৩ জন, এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৯৮জন। এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় সংরতি মহিলা আসনে নির্বাচিত হয়েছেন আঙ্গুরা বেগম, শিক প্রতিনিধি আমিনুর রহমান, মাহমুদুল হাসান, মাছুদা খাতুন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মিজানুর রহমান খান, সহকারী প্রিজাইডিং অফিসার সঞ্জয় দত্ত, হাফিজার রহমান, পুলিং অফিসারের দায়িত্বে ছিলেন আব্দুল হালিম, সুমন দত্ত, নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সফিকুল ইসলাম। তিনি অবাধ ও শাšিতপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকল অভিভাবক সদস্য সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

উপরে