প্রকাশিত : ১৫ মে, ২০১৯ ২০:২৭

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

বগুড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন।আজ বুধবার দুপুরে সদর এলএসডি প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রান্তিক কৃষকদের হয়রানি না করে ধান চাল ক্রয় করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রকৃত উৎপাদনকারী কৃষক যাতে ন্যায্য মূল্যে গোডাউনে ধান দিতে পারে সে দিকে নজর দিতে হবে।

অনুষ্ঠানে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান সহ বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মকবুল হোসেন উপস্থিত ছিলেন।এবার বগুড়ায় চলতি বোরো মৌসুমে ৭৮ হাজার ৩শ ৫৪ মেঃ টন চাল ও ৫ হাজার ৫শ ৮৬ মেঃ টন ধান ক্রয় করা হবে।

 

উপরে