প্রকাশিত : ১৫ মে, ২০১৯ ২১:১০

সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) দুুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পিইডিপি- ৪ প্রকল্পের আওতায় সরবরাহকৃত ওই প্রজেক্টর আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এ এফ এম রায়হানুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, মোছা. মুসারাত জাহান, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপন কমিটির (এসএমসি) সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন, প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপন কমিটির সভাপতি সাংবাদিক এম. ওমর ফারুক ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ,সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহ্ফুজার রহমান, রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম, রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওবায়দুর রহমান চৌধুরী রহ্মতুল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. হাফিজা বেগম, সাংবাাদিকসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি  উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে ওই মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলো তুলে দেন।

উপরে