প্রকাশিত : ২৪ মে, ২০১৯ ১৩:২৬

পোরশায় গাছ থেকে আম সংগ্রহের উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় গাছ থেকে আম সংগ্রহের উদ্বোধন

নওগাঁর পোরশায় গাছ থেকে নিরাপদ আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ শুক্রবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহফুজ আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা জামিল আহম্মেদ, উপজেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সমাদ শাহ, সাধারন সম্পাদক মোস্তাফা শাহ, পোরশার একমাত্র অনলাইন আম ব্যবসায়ী সংগঠন বাহারী বাজার অনলাইন শপিংয়ের পরিচালক মাসুদ পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত আম ব্যবসায়ীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আম সংগ্রহের উদ্বোধনী দিনে শুধুমাত্র গোপালভোগ জাতীয় আম নামানো হয়েছে। আগামী ৩০মে থেকে খিরসাপাত, ৭ই জুন থেকে ল্যাংড়া, ১৫ই জুন থেকে ফজলী, ২২জুন থেকে আমরূপালী, এবং আশ্বিনা আম ১জুলাই গাছ থেকে সংগ্রহ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উপরে