প্রকাশিত : ১ জুন, ২০১৯ ১৪:৩৭

হাকিমপুরে লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহে কৃষকের ভাগ্য নির্ধারন

হিলি (দিনাজপুর)
হাকিমপুরে লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহে কৃষকের ভাগ্য নির্ধারন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে শুক্রবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক আগ্রহী কৃষকের নামে তালিকা উন্মক্ত লটারির মাধ্যমে নির্বাচন করে ২৬টাকা কেজি দরে ৪৭৫ মেঃ ধান সংগ্রহ করা হবে।

হাকিমপুর উপজেলা প্রশাসন উন্মক্ত লটারির মাধ্যমে ১৪ হাজার ৩শ ৭২ জন কৃষকের মধ্যে ২শ জন কৃষকের নাম লটারিতে তুলে  বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,  উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এমদাদুল হক  চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন প্রমুখ।

প্রত্যেক কৃষক ১ মেঃ টন করে ধান সরকারি মূল্যে ২৬ টাকা কেজি দরে খাদ্য গুদামে বিক্রি করতে  পারবে।

উপরে