প্রকাশিত : ১ জুন, ২০১৯ ২০:৫০

ঈদ ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় : শাহনাওয়াজ রহমান

ষ্টাফ রিপোর্টার
ঈদ ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় : শাহনাওয়াজ রহমান

শাহ সোসাইটি অফ বগুড়ার নির্বাহী পরিচালক শাহনাওয়াজ রহমান বলেছেন, ঈদ শান্তি, সহমর্মিতা, সহযোগিতা, সহভাগিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এ শিক্ষা হতে সমাজের অবহেলিত, দুঃস্থ, আর্তপীড়িত শিশুদের ঈদ সম-আনন্দ উপভোগের নিমিত্তে সংস্থাটির এ ক্ষুদ্র আয়োজন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) ঈদের মাঠে যাবার প্রাক্ককালে এতিম শিশুটিকে পেয়ে নামাজ শেষে বাড়ী ফিরে নতুন জামা পরিধান করে ভাল খাবার তার সামনে দিয়ে ঈদ সম-আনন্দের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তারই ধারাবাহিতকায় আমাদেরও ধনী-গরীব, সুখি-দুঃখি সকলে মিলে ঈদ সম-আনন্দ উপভোগ করা উচিত। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদ আনন্দ একই সূত্র বন্ধনে আবদ্ধ হতে পেলেই আল্লাহতায়ালার নৈকট্য লাভ করা সম্ভব।আজ শনিবার বগুড়ার সূত্রাপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন। সংস্থার সভাপতি আরিফ হোসেন সোহেলের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সদস্য নাফি রহমান, ফিদা রহমান, মোঃ আলম সহ প্রমূখ।

উপরে