প্রকাশিত : ১ জুন, ২০১৯ ২১:০২

মেহেরপুরে এস.এস.সি-তে জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে এস.এস.সি-তে জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব” এ স্লোগানে মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) এর উদ্যোগে মেহেরপুর জেলাতে এস.এস.সি-তে  জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আতাউল গনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আতাউজ্জামান সোহেল, সরকারি এডওয়ার্ড  কলেজ পাবনা-এর প্রভাষক সারোয়ার হোসেন নিয়াজি, ফরিদপুর দুদকের সহকারী পরিচালক আবু সাঈদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রভাষক শের উল আলম, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাসেল হোসাইন, এলজিইডির সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান মিন্টু, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হুমায়ন কবির প্রমূখ। সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মেসডার কর্মী সাব্বির আহমেদ ও রোবায়েত ইসলাম সেতু। সার্বিক সহযোগীতায় ছিলেন, জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংক, রুপালী ব্যাংক ও মেডিনোভা মেডিকেল লিমিটেড।

উপরে