প্রকাশিত : ২ জুন, ২০১৯ ১৯:৪২

মেহেরপুরে এস.এস.সি-তে জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে এস.এস.সি-তে জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব” এ স্লোগানে মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) এর উদ্যোগে মেহেরপুর জেলাতে এস.এস.সি-তে জিপিএ-৫ প্রাপ্ত এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রজ্জাক টিটন। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার, অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক বানেচুর রহমান, সদস্য সচিব এম আর মুকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস.এস.সি-তে জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে ৩শত শিক্ষার্থীরা এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে কৃতি ১৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন, জনতা ব্যাংক লিঃ, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিঃ, রুপালী ব্যাংক লিঃ ও মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেসডার কর্মী সাব্বির আহমেদ ও রোবায়েত ইসলাম সেতুর সঞ্চালনায় এসময় স্কুল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মেসডার সকল সংগঠকসহ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপরে