প্রকাশিত : ৪ জুন, ২০১৯ ১৪:০৫

নৌকা মানেই সমৃদ্ধি: মজিবর রহমান মজনু

নৌকা মানেই সমৃদ্ধি: মজিবর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেন, সারাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুবাতাস আজ মানুষের ঘরে ঘরে। বাংলাদেশে আগে যেখানে খাদ্য ঘাটতি থাকতো আজ সেখানে ধান রপ্তানী করতে হচ্ছে। সরকার বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পদ্মা সেতুর মত বৃহৎ কর্মযজ্ঞ দেশীয় অর্থায়নে করা হচ্ছে। যা বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার নামান্তর। বগুড়াও তার বাইরে নয়। আগামী দিনে বগুড়া সদর-৬ উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী টি.জামান নিকেতাকে বিজয়ী করলে এই উন্নয়নের ছোঁয়া বগুড়াতেও লাগবে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় নৌকা প্রতীক পাওয়ার পর সাতমাথা এলাকায় দলীয় প্রার্থী টি.জামান নিকেতার গণসংযোগ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আব্দুল মতিন। সমাবেশে আরও বক্তব্য রাখেন, এড. রেজাউল করিম মন্টু, এড. আমানুল্লাহ্্, রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, এড. সাইফুল ইসলাম, এড. জাকির হোসেন নবাব, শেরিন আনোয়ার জর্জিস, এড. শফিকুল আলম আক্কাস, এসএম রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান, মাশরাফী হিরো, তপন চক্রবর্তী, আবুল কাশেম ফকির, মাফুজুল ইসলাম রাজ, আলমগীর বাদশা, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেকুজ্জামান রাজন প্রমুখ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী টি.জামান নিকেতা।

উপরে