প্রকাশিত : ৮ জুন, ২০১৯ ১৩:২৭

বগুড়ার শাজাহানপুরে গ্রামীণ ঐতিহ্য হা ডু ডু প্রতিযোগীতা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে গ্রামীণ ঐতিহ্য হা ডু ডু প্রতিযোগীতা

বগুড়ার শাজাহানপুরে ঈদ আয়োজনে গ্রামীণ ঐতিহ্য হা ডু ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চোপীনগর গ্রামে চোপীনগর একতা যুব সংঘের উদ্যোগে এই প্রীতি হা ডু ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

গ্রামের শত শত নারী, পুরুষ আবাল বৃদ্ধ বনিতা খেলা উপভোগ করেন।

প্রতিযোগীতায় একতা যুব সংঘের সিনিয়র একাদশকে ৩-০ পয়েন্টে পরাজিত করে জুনিয়র একাদশ। খেলা পরিচালনা করেন আব্দুর রশিদ খোক।

খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরন করেন উপজেলা যুবলীগের সদস্য ও চোপীনগর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এড. শাহ আলম নান্নু।

একতা যুব সংঘের সভাপতি মারুফুল আলম পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন, আতিকুর রহমান, শাহরুখ আহমেদ রিপন, আল আমিন, ফারুক, মজনু, সাবু প্রমুখ।

 

উপরে