প্রকাশিত : ৯ জুন, ২০১৯ ১৯:১৫

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ একজন আটক

ষ্টাফ রিপোর্টার
সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ একজন আটক

নীলফামারীর সৈয়দপুরে একটি চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে।আজ রবিবার ভোরে শহরের সাহেবপাড়াস্থ আমিন মোড় এলাকা থেকে ডিসকভার ১৩৫ সিসির  লাল রঙের ওই মোটরসাইকেল উদ্ধার কওে পুলিশ। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। আটককৃত শাহিনুর ওরফে নেংশুট নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিন বালাপাড়ার মৃত. মোজাম্মেল ওরফে মনভোলা এর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাঁড়ির সহকারি  টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) মো. মোস্তাক আলী সঙ্গীয় পুলিশ সদস্যকে নিয়ে শহরের রসুলপুর এলাকায় রাত্রিকালীণ পাহাড়ারত অবস্থায় ছিল। এ সময় বিশ্বস্ত সূত্রে খবর আসে যে এক ব্যক্তি একটি চোরাই মোটরসাইকেলসহ শহরের সাহেবপাড়া আমিন মোড় এলাকায় অবস্থান করছে।  আর এ খবর পাওয়া মাত্র এটিএসআই মোস্তাক আলী তৎক্ষনাৎ সঙ্গীয় পুলিশ এ,কে এম মকুলকে নিয়ে শহরের সাহেবপাড়া আমিন মোড় এলাকায় পৌঁছেন। এ সময় সেখানে মোটরসাইকেল নিয়ে অবস্থানরত এক ব্যক্তি পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেল থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।  এ সময় পুলিশ সদস্যরা তাঁর পিছু নেয় এবং  ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে  সেখানে তাকে জিজ্ঞাসাবাদ  করলে সে মোটরসাইকেলটি চোরাই বলে পুলিশের কাছে স্বীকার করে। এ সময় সে পুলিশকে জানায় তাঁর পরিচিত কিন্তু নাম না জানা এক ব্যক্তির মোটরসাইকেলটি  নিয়ে একজনকে দেখানোর উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরে পুলিশ উদ্ধারকৃত মোটরসাইকেলসহ আটক শাহিনুর ওরফে নেংশুটকে সৈয়দপুর থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত মোটরসাইকেলটি ডিসকভার ১৩৫ সিসি এবং লাল রঙের। যার রেজিষ্ট্রেশন নম্বর নীলফামারীর-ল-১১-০১৮৫। উদ্ধারকৃত মোটরসাইকেলটির বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ ১২ হাজার টাকা বলে জানা গেছে।এ ঘটনায় আজ রবিবার এটিএসআই মোস্তাক আলী বাদী হয়ে শাহিনুর ওরফে নেংশুটকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান পাশা চোরাই মোটরসইকেলসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

উপরে