প্রকাশিত : ৯ জুন, ২০১৯ ১৯:৪৯

নেত্রকোনায় শত্রুতার শিকার ৮০০ হাঁস

প্রেস বিজ্ঞপ্তি
নেত্রকোনায় শত্রুতার শিকার ৮০০ হাঁস

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শত্রুতা করে বিষ দিয়ে ৮০০ হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে আজ রোববার সকালে বিষক্রিয়ায় হাঁসগুলো মারা গেছে।হাঁসগুলোর মালিক ওই গ্রামের আবুল কাশেম (৬০)। তিনি তার সংসার চালাতেন এসব হাঁসের দেয়া ডিম বিক্রি করে।

আবুল কাশেম জানান, তাদের ১৭শ হাঁস হাওড়ের পরিত্যক্ত খাবার খেতে প্রতিদিনের মতো আজ রোববার সকালেও ছাড়া হয়েছিল। তখন নিজের বাড়ির খামার থেকে বেরিয়ে পাশেই অন্যের একটি পরিত্যক্ত ধান ক্ষেতে কিছুক্ষণ খাবার খেয়েছে। এখানে খাবার খাওয়ার কয়েক মিনিট পরেই হাঁসগুলো মরতে শুরু করে। আজ দুপুর পর্যন্ত ৮০০ হাঁস মরেছে। মরে যাওয়া এসব হাঁসের বাজারমূল্য ছিল প্রায় আড়াইলাখ টাকা।

তিনি আরো জানান, ওই ধান ক্ষেতটিতে কেউ হয়তো শত্রুতা করে বিষ দিয়ে রেখেছিল বলেই এখানে খাবার খেয়ে হাঁসগুলো মরেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হবে।

উপরে