প্রকাশিত : ১০ জুন, ২০১৯ ১৪:০৮

সাপাহারে ইয়াবা সেবন কালে শিক্ষক গ্রেফতার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে ইয়াবা সেবন কালে শিক্ষক গ্রেফতার

নওগাঁর সাপাহারে ইয়াবাসেবন কালে ৩টি মটরসাইকেল সহ এক শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, গত রোববার সন্ধ্যায় উপজেলার কোচকুড়লিয়া-নিশ্চিন্তপুর মফস্বল রাস্তার মাঝখানে একটি আমবাগানে বসে ৪জন ইয়াবাসেবী ইয়াবা সেবন করছে সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সেবীগন দ্রুত স্থান ত্যাগ করে পলায়ন করলে তাদের পিছু ধাওয়া করে গৌরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালাউদ্দীন সিরাজ (৩৫) কে পুলিশ আটক করে। পুলিশের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনা স্থল থেকে তাদের ব্যাবহৃত তিনটি মোটর সাইকেল পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়েছে। রাতভর পালিয়ে যাওয়া আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের ধরতে না পারায় চার জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে আটক শিক্ষক সালাউদ্দীনকে নওগাঁ কোর্টে সোপর্দ করেছে।

ইয়াবা সেবী পলাতক আসামীরা হচ্ছে উপজেলার ৪নং আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমানের ছেলে আইহাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাসেল (৩২), রসুলপুর গ্রামের বোরহান উদ্দীন এর ছেলে বদিউজ্জামান (৩৬) ও একই গ্রামের সুরুজ ইসলামের ছেলে স্বপন (৩০)। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন ও পলাতক আসামীদের অবিলম্বে গ্রেফতার করা হবে বলে সাংবাদিকদের জানান।

উপরে