প্রকাশিত : ১০ জুন, ২০১৯ ২১:২৬

শেরপুরে বাস-ট্রাক চাপায় প্রাণ গেলো মহাসড়ক মেরামত শ্রমিকের,আহত দুই

ষ্টাফ রিপোর্টার
শেরপুরে বাস-ট্রাক চাপায় প্রাণ গেলো মহাসড়ক মেরামত শ্রমিকের,আহত দুই

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাপা পড়ে মহাসড়ক মেরামত কাজে নিয়োজিত শ্রমিক ফরিদ উদ্দীন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নির্মাণ শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ সোমবার (১০জুন) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নির্মাণ শ্রমিক জেলার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের চকভালি গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী এই তথ্য নিশ্চিত করে জানান, নীলফামারী থেকে ঢাকাগামী সাদিক পরিবহনের (ঢাকা মেট্টো ব-১৪-১১৪০) একটি বাস মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবালী ট্রাকের (বগুড়া ট-১১-১৪৯৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে ছিটকে ওই মহাসড়ক মেরামত কাজে নিয়োজিত শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক ফরিদ উদ্দীন নিহত হন। এছাড়া নির্মাণ শ্রমিক বরাত উদ্দীন (২৬) ও মাসুদ রানা (২৮) গুরুতর আহত হন। তাদেরকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই চালক- হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও ট্রাক দুটি আটক করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

উপরে