প্রকাশিত : ১২ জুন, ২০১৯ ১৪:৪৫

পাঁচবিবিতে ভুট্টা চাষে লাভবান কৃষক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবিতে ভুট্টা চাষে লাভবান কৃষক

জয়পুরহাটের পাঁচবিবিতে অন্য ফসলের চেয়ে ভুট্টা চাষে অধিক আগ্রহী হয়ে পড়ছে পাঁচবিবি উপজেলার কৃষকরা।

একাধিক কৃষক বলেন ধান, পাট, আখ, সবজিসহ অন্যান্য ফসল চাষে সার কীটনাশক প্রয়োগে যত খরচ হয় পক্ষান্তরে ভুট্টা চাষে খরচ কম, বেশী লাভ। এ কারনে উপজেলার ৮টি ইউনিয়নে এখন পূর্বের তুলনায় ভুট্টার ক্ষেত অধিক চোখে পড়ে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে এ বছর উপজেলায় ৩’শ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

সরেজমিনে দেখাযায়, উপজেলার বালিঘাটা ইউনিয়নের সুলতানপুর গ্রামের প্রান্তিক কৃষক ইমতাজ আলী বাড়ির সামনে উঠানে, ছেলে ও কয়েকজন শ্রমিকসহ তার জমিতে ফলানো ভুট্টা মাড়াই কাজে ব্যস্ত। ভুট্টা বস্তায় ভরার ফাঁকে ফলন কেমন হয়েছে জানতে চাইলে তিঁনি বলেন ভাল খুব ভাল। তিঁনি বলেন আড়াই বিঘা জমিতে ভুট্টা চাষ করে প্রায় ১’শ ৩০ মন ভুট্টা পেয়েছি। জমি তৈরী, সার-বীজ ও লেবার খরচ অন্য ফসলের চেয়ে অনেক কম লাগে অথচ লাভ বেশী।

বীরনগর পার্শ্ববর্তী এলাকার কৃষক আবু তালেব বলেন, আমি  দেড় বিঘায় ভুট্টা চাষ করে প্রায় ৭০ মন ভুট্টা পেয়েছি। উপজেলো কৃষি কর্মকর্ত আশরাফুল ইসলাম জানান এ ফসল ফলাতে কৃষকের তেমন বেশী খরচ হয় না তাঁরা লাভবান হয়, উপরন্ত ভ্ট্টুার গাছ জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায়।

উপরে