প্রকাশিত : ১২ জুন, ২০১৯ ১৪:৪৮

পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

বিজিবি-বিএসএফ নিজ নিজ দেশের সীমান্ত মিলেমিশে সহঅবস্থান করে একেঅপরের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রেখে দ্বায়িত্ব পালনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের শুন্য রেখায়  উভয় বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ৯ জুন সকাল ১১ টায় সীমান্তের ২৮৩ মেইন পিলার এলাকার বৈঠকে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোঃ আনিসুল হক ও বিএসএফের ১৮৩ ব্যাটালিয়নের অধিনায়ক মাছুদ মোহাম্মদ নেতৃত্ব দেন।

এসময় পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান বৈঠকে উপস্থিত ছিলেন। উক্ত পতাকা বৈঠকে বিএসএফের ১৯ জন ও বিজিবির ২২ জন সদস্য উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক প্রেস রিলিজে জানান, ১৮৩ বিএসএফের আহবানেই পতাকা বৈঠকটি সীমান্তে অনুষ্ঠিত হয়। বৈঠকে ফেন্সিডিল, ইয়াবা, গাজাঁ, গবাদি পশু ও আমদানী-নিষিদ্ধ পণ্যের চোরাচালান প্রতিরোধ এবং বাংলাদেশী নাগরিক হস্থান্তর ও গ্রহন বিষয়ে উভয় বাহিনীর মধ্যে আলোচনা হয়।

উপরে