প্রকাশিত : ১৩ জুন, ২০১৯ ১৩:৪০
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী- সিরাজ

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট নিরপেক্ষ হবে

ষ্টাফ রিপোর্টার
বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট নিরপেক্ষ হবে

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ আজ বুধবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ  সম্মেলনে  বলেন, এবারের উপ-নির্বাচন নিরপেক্ষ হবে। সরকার এই নির্বাচনে কোন বাধার সৃষ্টি করবে না। একাদশ জাতীয় সংসদের নির্বাচনে সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তবে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট হলেও নিরপেক্ষ হবে। সরকার ইভিএমকে জায়েজ করার জন্য উপ-নির্বাচন নিরপেক্ষ করবে সরকার।

তিনি বলেন, পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ ভাবে ভোট করার চেষ্টা করছেন। বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। নির্বাচন প্রচারণাকালে তিনি যেখানেই গেছেন সেখানেই ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখেছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, রেজাউল করিম বাদশা, কে এম খায়রুল বাশার, মাহবুবুর রহমান হারেজ, জয়নাল আবেদী চাঁন, যুবদল নেতা সিপার আল বখতিয়ার প্রমূখ।

সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর উদ্দেশ্যে বলেন, প্রতিপক্ষের পোষ্টার ছেঁড়া মোটেই ভাল কাজ নয়। বিগত দিনে ভোটার বিহীন ভোট হয়েছে। এর জন্য দায়ী সরকার। জনগনকে সরকারের আস্থা আনতে হলে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটের ফলাফল যদি তার বিপক্ষে যায় তবে ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগন এর উত্তর দেবে।

উপরে