প্রকাশিত : ১৩ জুন, ২০১৯ ২০:২৫

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের উপর হামলার ঘটনায় ১৬জন আটক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের উপর হামলার ঘটনায় ১৬জন আটক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাকেড়দহ এলাকায় পুলিশকে মারপিটের ঘটনায় ১৬জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।এ ঘটনায় থানার এএসআই মিজানুর রহমান বাদী হয়ে নামীয় ১৬ জন সহ মোট অজ্ঞাত নামা ৩০/৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

জানাযায়, গতকাল বুধবার দুপুরে সারিয়াকান্দি থানার এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ কাজলা ইউপির বিভিন্ন স্থানে গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার এবং বিবিধ তদন্ত কাজ শেষে পাকের দহ গুচ্ছগ্রামের মৃত ইয়াদ আলী শেখের পুত্র মোঃ খইমুদ্দিন এর থানায় দায়েরকৃত অভিযোগ সংক্রান্তে তদন্তের জন্য পাকের দহ গ্রামে পৌছিলে অনেক লোকজন জড়ো হয়। পুলিশ অভিযোগ সংক্রান্তে উপস্থিত লোকজনের মধ্যে জিজ্ঞাসাবাদ করিলে উশৃঙ্খল লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে আসামীদের মারপিটে থানার এএসআই মিজানুর রহমান ও এএসআই নয়ন কুমার আহত হন।

আটককৃত আসামীরা হলেন, পাকেরদহ গ্রামের মোঃ সামজাহার(৩৮), মোঃ মমতাজ শেখ(৪৫), মোঃ আলাল শেখ (৪৪), মোঃ মুকুল শেখ (৩০), মোঃ আনিছ (২৩), মোঃ আমজাদ শেখ (২৮), মোঃ আনোয়ার (১৯), মোঃ করতজামান প্রাং(৩৫), মোঃ আশরাফ আলী(৩২), মোঃ সিদ্দিক শেখ (২৬), মোঃ শাহাদত শেখ (২০), মোঃ আসাদুল শেখ (৩০), মোঃ নিজাম শেখ (১৯), মোঃ উকিল (১৯), মোঃ অবিজল শেখ (৫২), মোঃ হাফেজ ফকির(২৫)। আটককৃত সকলকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

উপরে