প্রকাশিত : ১৩ জুন, ২০১৯ ২০:৪৫

বর্তমান বাজেটে বেকার সমস্যার সমাধান হবে : মজিবর রহমান মজনু

ষ্টাফ রিপোর্টার
বর্তমান বাজেটে বেকার সমস্যার সমাধান হবে : মজিবর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেছেন, সরকার জনগণের কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছে।৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতার প্রমাণ মিলেছে। উন্নয়নশীল দেশ হিসেবে এই বাজেট আগামী দিনে বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে। সেই সাথে উন্নত দেশের দিকে ধাবিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। পোশাক খাত এবং বেকার সমস্যার সমাধানে বিশেষ প্রণোদনা মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন, টি এম মুসা পেস্তা, এড. রেজাউল করিম মন্টু, রাগেবুল আহসান রিপু, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শেরিন আনোয়ার জর্জিস, এড. শফিকুল আলম আক্কাস, এস এম শাজাহান, এ বি এম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, আবুল কাশেম ফকির, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, এডনিস বাবু তালুকদার, আলমগীর বাদশা, সাজেদুর রহমান সাহীন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ। সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী টি জামান নিকেতা।

উপরে