প্রকাশিত : ১৫ জুন, ২০১৯ ১৪:৫২

সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে ডুবে দুই বালকের মৃত্যু

অনলাইন ডেস্ক
সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে ডুবে দুই বালকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের অদূরে খড়খড়িয়া নদীতে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে সৈয়দপুর পৌরসভার এলাকার কাজীরহাট পশ্চিমপাড়া মো. বাদলের ছেলে মো. মেরাজ (১৩) ও কাজীরহাট দক্ষিনপাড়ার আবেদ আলীর ছেলে  মো. কোবরান আলী (১১)।

স্থানীয় ও  নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন গতকাল শুক্রবার দুপুরে শহরের উল্লিখিত এলাকার ৫/৬ জন বালক এক সঙ্গে বাড়ির অদূরের খড়খড়িয়া নদীতে গোসল করতে যায়। এ সময় তারা নদীর পাড়ের থাকা একটি জাম গাছ থেকে লাফিয়ে লাফিয়ে নদীতে পড়ে আনন্দ উল্লাস করছিল। এর এক পর্যায়ে ওই বালকের দলে থাকা মো. মেরাজ ও  মো. কোরবান একই কায়দায় জাম গাছ থেকে নদীতে লাফিয়ে পড়ে। কিন্তু বেশ কিছু সময় ধরে তারা পানির ওপর উঠে না এলে সঙ্গীয় বন্ধুরা তাদের খোঁজখবর করে। পরবর্তীতে খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। এভাবে একই সঙ্গে নদীতে ডুবে দুই বালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া এসেছে।

নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে।

 

উপরে