প্রকাশিত : ১৫ জুন, ২০১৯ ১৯:০৮

বগুড়ার উন্নয়নে নৌকা মার্কার বিকল্প নেই : জননেতা মঞ্জুরুল আলম মোহন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ার উন্নয়নে নৌকা মার্কার বিকল্প নেই : জননেতা মঞ্জুরুল আলম মোহন

আগামী ২৪ জুন বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতার পক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মঞ্জুরুল আলম মোহনের নেতৃত্বে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বগুড়া শহরের ১৬নং ওয়ার্ডে নৌকা মার্কার ব্যাপক গণসংযোগ, ভোট প্রার্থনা ও প্রচার মিছিল করেন। এ সময় মঞ্জুরুল আলম মোহন দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা ও আগামীর স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকা মার্কায় আবারও ভোট দিয়ে উন্নয়নের মহাসড়কে সবাইকে পাশে থাকার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বগুড়ার উন্নয়নে নৌকা মার্কার বিকল্প নেই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

আসন্ন সংসদ উপ-নির্বাচনে টি জামান নিকেতাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। বিএনপি বারবার বগুড়াবাসীকে ধোকা দিয়েছে। তাই এবার বগুড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে বিএনপির প্রতারণার জবাব দেবে। বগুড়াবাসীর ভাগ্য উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল ইসলাম তন্ময়, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি কাজল, জহুরুল হাজী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, অনু মাষ্টার, আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম, যুবলীগ নেতা লতিফুল ইসরাত মুন্না, রবিউল ইসলাম লিটন, আরিফ হোসেন কমল, রেজাউল করিম খোকন, রফিকুল ইসলাম, বেনজির আহমেদ, ফটিক অধিকারী, নজরুল ইসলাম, মেহেদী হাসান, শ্রী সোহেল, জাহিদ হেলাল সনি, মামুনুর রহমান, আদম শেখ, লিখন, হাবিব, সৈয়দ সাত্তিক আলম, আদম শেখ, লিখন, বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল, মোস্তাফিজুর রহমান ফিজু, প্রণয় কুমার দত্ত, শামসুজ্জোহা সৌরভ, মিথিলেস প্রসাদ, মামুনুর রশিদ, শেখ ফারহান আল অর্চি, মোজাম্মেল হক বুলবুল, ওবায়দুল্লাহ সরকার স্বপন, সিদ্ধার্থ কুমার দাস, মাহফুজার রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ গণসংযোগ ও প্রচারণায় অংশগ্রহণ করেন।

উপরে