প্রকাশিত : ১৬ জুন, ২০১৯ ২০:৩৮
তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি ও ধস্তাধস্তি

শেরপুরে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীসহ নয় কর্মকর্তা কর্মচারীকে একযোগে বদলি!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীসহ নয় কর্মকর্তা কর্মচারীকে একযোগে বদলি!

বগুড়ার শেরপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) নির্বাহী প্রকৌশলীসহ নয় কর্মচারীকে একযোগে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাঁরা হলেন- নেসকোর শেরপুর বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদুল হাসান, উচ্চমান হিসাব সহকারী মোহাম্মদ আলী, ফোরম্যান আব্দুল খালেক, ইলেকট্রিশিয়ান শহিদুল ইসলাম, আব্দুর রশিদ হিরা, আব্দুল মজিদ, লাইনম্যান লিটন সরকার, মিটার পাঠক আব্দুল আলীম ও এমএলএসএস কাম গার্ড রেজাউল করিম।আজ রোববার (১৬জুন) নেসকোর রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) এবিএম ইমতিয়াজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত ওই বদলির আদেশপত্রটি স্থানীয় সাংবাদিকদের হাতে এসে পৌঁছে। মূলত এরপরপরই এই বদলির ঘটনাটি ফাঁস হয়ে পড়ে। কোম্পানির শৃঙখলা বজায় রাখার স্বার্থে নেয়া শাস্তিমূলক বদলির পৃথক আবেদশপত্র ও স্থানীয় বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. ফরিদুল হাসান নেসকোর এই বিক্রয় ও বিতরণ কার্যালয়ে যোগদান করেন। কিন্তু যোগদানের পর থেকেই তার প্রশ্নবিদ্ধ নানা কর্মকা- নিয়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরী হয়।

এমনকি গত ৩০ মে ইলেকট্রিশিয়ান আব্দুর রশিদ হিরা ঈদ উপলক্ষে ছুটি চাইলে নির্বাহী প্রকৌশলী ফরিদুল হাসান তা না মঞ্জুর করেন। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। এসময় কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা এগিয়ে আসেন এবং হিরার পক্ষে অবস্থান নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এমনকি এই তুচ্ছ ঘটনা নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী ফরিদুল হাসানকে অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করেন। পরবর্তীতে নেসকোর পক্ষ থেকে উক্ত ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। আর সেই কমিটির তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতেই ওই নয় কর্মকর্তা-কর্মচারীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে সূত্রটি জানায়। এ প্রসঙ্গে জানতে চাইলে নেসকোর শেরপুর বিক্রয় ও বিতরণ কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওইসব কর্মকর্তা-কর্মচারীরা গত ১৩জুনই এই কার্যালয় থেকে তাদের বদলি হওয়া দপ্তরে চলে গেছেন। অপর এক প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, নির্বাহী প্রকৌশলীকে নেসকোর বগুড়ার কার্যালয়ে যুক্ত করা হলেও বাকিদের নীলফামারী জেলার ডোমার, গাইবান্ধার পলাশবাড়ী, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁ, দিনাজপুর বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ে বদলি করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

উপরে