প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ২০:৪৫

টানা ১৭ বছর এক কর্মস্থলেই চাকুরি!

সিলেট প্রতিনিধি
টানা ১৭ বছর এক কর্মস্থলেই চাকুরি!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে টানা প্রায় ১৭ বছর ধরে একই কর্মস্থলে চাকরি করে যাচ্ছেন চলতি দায়িত্বে থাকা এক দাপুটে হিসাব রক্ষক।দায়িত্বশীলদের সূনজর থাকায় হারান চন্দ্র বিশ্বাস নামের এ হিসাব রক্ষক তাহিরপুর এলজিইডি থেকে বারবার বদলী হলেও অদৃশ্য কারনে ফের বদলী স্থগিত হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।’

রোববার দুপুরে এ নিয়ে যোগাযোগ করা হলে হারান চন্দ্র বিশ্বাস গণমাধ্যমেকে বলেন , মুলত এলজিইডিতে বদলীর কোন নীতিমালাই নেই।, তার দাবি কেউ ইচ্ছে করলে তিন মাস,তিন বছর এমনকি আজীবন এক কার্যালযেই চাকুরী করে অবসরে যেতে পারেন।সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)’র কার্যালয় সুত্রে জানা যায়, ২০০২ সালের ৬ জুলাই হারান চন্দ্র বিশ্বাস তাহিরপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসা¦েব চলতি দায়িত্ব হিসাব রক্ষক পদে যোগদান করেন।এপদে যোগদান করার পুর্বে তিনি পুর্বের কর্মস্থলে কমিউনিটি অর্গানাইজার (সিও) হিসাবে কর্মরত ছিলেন।তাহিরপুর এলজিইডিতে চলতি দায়িত্ব হিসাব রক্ষক পদে যোগদান করেই ঠিকাদার ও উপজেলার সাত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সংশ্লিস্ট কাজের প্রকল্প চেয়ারম্যানগণের যে কোন ধরণের প্রকল্প কাজ শেষে বিল দাখিলের পর সেই বিল তার টেবিলে দিনের পর দিন আটকে রেখে হয়রানী, সময়ক্ষেপন করে নিজের উৎকোচ বাণিজ্যের পথ সুগম করেন। এরপর হারান বিশ্বাসকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ঠিকাদার , ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন প্রকল্প চেয়ারম্যানগণ হারান বিশ্বাসের এক ইশারাতেই বুঝে গেছেন বিল দাখিলের সাথ নগদ দক্ষিণা না দিলে এ বিলের ফাইল আদৌ টেবিল ছাড়বে না।, পরবর্তীতে বিল দাখিলের সাথে সাথে প্রকল্পের প্রাক্কলিত ব্যায়ের উপর ১% থেকে ১.৫০% হারে হারান বিশ্বাসের পকেটে নগদ ডুকে যায়। আর নগদের মুখ না দেখা অবধি সেই ফাইল একচুল নড়েও না।শুধু পার্সেন্টিস নয় বিভিন্ন ঠিকাদার,ইউপি চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যানের পটিয়ে বিলছাড়ে তিনি পরিবারের জন্য নানা দামী উপটৌকন গ্রহন করে যাচ্ছেন অনায়ানে।ওই উপটৌকন কমিশন বাণিজ্যের থেকে তার জন্য সামান্য বাড়তি প্রাপ্তিবটে। বাড়তি প্রাপ্তি তিনি কিছুটা বাড়তি সুবিধাও দেন। কারো কারো বিল কিছুটা আগেই পৌছে দেন দায়িত্বশীলদের টেবিলে।,

যে কোন প্রকল্পের কাজ শেষে উপজেলা এলজিইডি কার্যালয়ে বিল দাখিল করলে প্রকল্পের প্রাক্কলিত ব্যায়ের উপর ভোক্তভোগী বিভিন্ন ঠিকাদার ও প্রকল্প চেয়ারম্যান সহ বর্তমান এবং সাবেক একাধিক ইউপি চেয়ারম্যান অভিযোগ করে জানান,এলজিইডির বদলী নীতিমালা অনুযায়ী ৩ বছরের অধিক কোন কর্মকর্তা-কর্মচারী একই কর্মস্থলে থাকার নিয়ম না থাকলেও হারান বিশ্বাসের বেলায় এ নীতিমালা যেন অদুৃশ্য।ভোক্তভোগীদের প্রশ্ন এক টেবিলে একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির এ কর্মচারী বারবার বদলী ঠেকান কোন জাদুবলে?।রোববার দুপুরে তাহিরপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে চলতি দায়িত্ব হিসাব রক্ষক হারান চন্দ্র বিশ্বাসের সাথে এ নিয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, মুলত এলজিইডিতে বদলীর কোন নীতিমালাই নেই।,
তার দাবি কেউ ইচ্ছে করলে তিন মাস, তিন বছর এমনকি আজীবন এক কার্যালয়েই চাকুরী করে অবসরে যেতে পারেন।

বিল ছাড়ে পার্সেন্টিজ ও উপটৌকন গ্রহন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন একদম মিথ্যা কথা, আমি এসব (গ্রহন) করিনা, কে বলেছে এসব কথা?।রোববার বিকেল  ৫টার দিকে সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদের নিকট এলজিইডির বদলী নীতিমালা ও হারান চন্দ্র বিশ্বাসের দেয়া বক্তব্যের সত্যতা জানতে চাইওেল তিনি বলেন, হারান চন্দ্রকে বেশ কয়েকবার তাহিরপুর থেবে বদলী করা হয়েছিল কিন্তু সে বারবার তদবীর করে তার বদলী স্থগিত করায়। নীতিমালায় তিন মাস, তিন বছর এমনকি আজীবন এক কার্যালয়েই চাকুরী করে অবসরে যেতে পারেন এমন তথ্য সঠিক নয় বলেও জানান নির্বাহী প্রকৌশলী ।

উপরে