প্রকাশিত : ১ জুলাই, ২০১৯ ২১:০৭

অজ্ঞান পার্টির খপ্পরে বদরগঞ্জের সাংবাদিক আলতাফ হোসেন দুলাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
অজ্ঞান পার্টির খপ্পরে বদরগঞ্জের সাংবাদিক আলতাফ হোসেন দুলাল

এবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুঁইয়েছেন রংপুরের প্রথম আলো পত্রিকার রংপুরের বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল। আজ সোমবার বগুড়ার শিবগঞ্জ থেকে ফেরার পথে বিআরটিসি’র একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। বর্তমানে তিনি সম্পূর্ণ অবচেতন অবস্থান রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত তাঁর জ্ঞান ফিরে আসেনি।

জানা গেছে, দৈনিক প্রথম আলো পত্রিকার রংপুরের বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল ঘটনার দিন আজ সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে একটি বিআরটিসি বাসে করে রংপুরে আসছিলেন। পথিমধ্যে ওই বিআরটিসি বাসের ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। অজ্ঞান পার্টির সদস্যরা  বাসের মধ্যে তাকে কৌশলে চেতনানাশক কিছু খাইয়ে অজ্ঞান করে। পরে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর প্যান্টের পকেটে  থাকা টাকা পয়সা হাতিয়ে নেয়। এরপর পথিমধ্যে বিআরটিসির বাসের লোকজন ঘটনাটি টের পান। ততক্ষণে বাসটি রংপুর থেকে সৈয়দপুরে দিকে রওয়ানা হন। পরবর্তীতে বাসের লোকজন সাংবাদিক আলতাফ হোসেন দুলালের প্যান্টের প্যাকেটে থাকা পত্রিকার পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় নিশ্চিত হয়। এরপর তাঁর মুঠোফোনে থাকা নম্বর থেকে  তাঁর নিকটজন বদরগঞ্জের রাঁধানগর ইউনয়িনের মন্ডলপাড়ার বাসিন্দা মো. মশিউর রহমানকে কল করে সাংবাদিক আলতাফ হোসেন দুলালের ঘটনাটি অবহিত করা হয়। পরবর্তীতে বিআরটিসি বাসের লোকজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সাংবাদিক আলতাফ হোসেন দুলালকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিআরটিসি বাস কাউন্টারের নামিয়ে দেয়। এরপর অজ্ঞান অবস্থায় সাংবাদিক দুলালকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাংবাদিক দুলালের ভাই আশরাফুল হক সহ পরিবারের সদস্যরাসহ প্রথম আলোর রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া আজাদ সৈয়দপুর হাসাপাতালে ছুঁটে আসেন। পরে সেখান থেকে বিকেলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে সাংবাদিক আলতাফ হোসেন দুলাল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে  মেডিসিন বিভাগে ২৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত তাঁর জ্ঞান ফিরে আসেনি। তবে তাঁর পকেট থেকে অজ্ঞান পার্টির সদস্যরা কত টাকা হাতিয়ে নিয়েছে তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি। এদিকে, প্রথম আলো পত্রিকার বগুড়ার শিবগঞ্জ প্রতিনিধি জামিল আহমেদ পরাগ জানান, সাংবাদিক  আলতাফ হোসেন দুলাল তাঁর কাছেই এসেছিলেন এবং দুপুর আনুমানিক ১২টার দিকে তাঁর সঙ্গে দেখা করে চলে যান। এ সময় তাঁর সঙ্গে কিছু  টাকা-পয়সাও ছিল বলে জানান তিনি ।

উপরে