প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ২০:২৭

বগুড়ায় বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান ও পেনশন চালু করার দাবীতে কর্মসূচী

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান ও পেনশন চালু করার দাবীতে কর্মসূচী

রাষ্ট্রীয় কোষাগার থেকে বগুড়া পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান ও পেনশন চালু করার দাবীতে  ২দিন ব্যাপী অবস্থান কর্মসূচী শহরের সাতমাথায় পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টায় পর্যন্ত সারা দেশের পৌরসভা সমূহের ন্যায় বগুড়া জেলা ১২টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন সাতমাথায় অবস্থান কর্মসূচি পালন করে।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসাসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মামুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হুয়ামন কবির সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সাধারন সম্পাদক আল মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কালাম, জবিন  কৃষ্ণ যাদব,. শাজাহান আলম, শাহিন মাহমুদ, কার্তিক চন্দ্র দাস, শাহিনুর ইসলাম, এসএম শফিকুল ইসলাম, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এখলাস হোসেনসহ বগুড়া জেলার ১২টি পৌরসভার নেতৃবৃন্দ। বক্তাগন রাষ্ট্রীয় কোষাগার থেকে জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন  সরকারী কোয়াগার থেকে প্রদান করার জোরালো দাবী জানান।

উপরে