প্রকাশিত : ৪ জুলাই, ২০১৯ ১৭:৩৮

কাহালুর মুরইলে লাইট হাউসের উদ্যোগে ইউনিয়ন সহায়ক নাগরিক কমিটি গঠন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুর মুরইলে লাইট হাউসের উদ্যোগে ইউনিয়ন সহায়ক নাগরিক কমিটি গঠন

বৃহস্পতিবার বগুড়ার কাহালুর মুরইল লাইট হাউস স্কুল অব লার্নিং এন্ড ডাইভারসিটি’র ২য় তলায় লাইট হাউস রেসপন্সিবল প্রকল্প এর বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মুরইল ইউনিয়ন পর্য়ায়ে সহায়ক নাগরিক দলগঠন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত দলগঠন সভায় উপস্থিত ছিলেন লাইট হাউস স্কুল অব লার্নিং এন্ড ডাইভারসিটি’র উপাধ্যক্ষ আশরাফুল হক (বিপ্লব), লাইট হাউস প্রকল্পের প্রকল্প অফিসার রশিদা খাতুন, মনিটরিং অফিসার বিধান রায়, মুরইল ইউনিয়ন পরিষদের সচিব সালমা খাতুন, ইউ পি সদস্য মাকছুদুর রহমান (মঞ্জু), আব্দুল ওহাব, নাজমা বেগম প্রমূখ। দলগঠন সভা শেষে প্রত্যক্ষ ভোটে আলহাজ্ব মোঃ মাকছুদুর রহমান সভাপতি, মুন্নী রানী সহ-সভাপতি ও প্রভাষক আব্দুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট মুরইল ইউনিয়ন সহায়ক নাগরিক কমিটি গঠন করা হয়।

উপরে