প্রকাশিত : ৮ জুলাই, ২০১৯ ২০:৩২

মেহেরপুরে কাঁচা মরিচ ও পাট গাছ কর্তন

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে কাঁচা মরিচ ও পাট গাছ কর্তন

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের সরকারজল মাঠে পুর্ব শক্রতার জেরে বজলুর রহমানের এক বিঘা জমির কাঁচা মরিচ ও এক বিঘা পাট গাছ কর্তন করেছে শত্রুপক্ষ। গত শনিবার সকাল ১০টার দিকে গ্রামের কৃষকেরা মাঠে কাজে গেলে তাদের চোখে পড়ে ক্ষেত কাটার দৃশ্য। পরে বজলুর রহমানকে খবর দেয় তারা।বজলুর রহমানের বড় ছেলে পিন্টু মিয়া বলেন, গ্রামের এনজিও থেকে লোন নিয়ে পাট ও কাঁচা মরিচের আবাদ করা হয়েছে। এখন ওই লোন পরিশোধ করা আমাদের পক্ষে আর সম্ভব নয়।তিন মাস আগে গ্রামের মিলন ও গোপালের সঙ্গে গন্ডগোল হয়। পরে তাদের মাদকসহ পুলিশ আটক করে নিয়ে যায়। জামিনে তারা বাইরে রয়েছে। তাদের সঙ্গে গন্ডগোল হওয়ার পরেই পুলিশ আটক করার কারণে তাদের সঙ্গে বিরোধ চলে আসছিল।

বজলুর রহমান বলেন, দুই বিঘা জমিতে আবাদ করে তার সংসার চলে। তার উপরে আবার এনজিওর লোন রয়েছে। এখন লোন পরিশোধ করা নিয়ে চিন্তায় পড়েছি। এ ব্যপারে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।প্রত্যাক্ষদর্শী সেন্টু মিয়া বলেন, ওই দিন রাতে  তাদের বজলুর রহমানের জমির আশে পাশে দেখা গেছে। তাদের হাতে ধারলো দেশিও অস্ত্র ছিল।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ওবাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরিব কৃষকের জমির আবাদ কর্তন করেছে যারা তাদের আটকের জন্য মাঠে কাজ করছে।

উপরে