প্রকাশিত : ৯ জুলাই, ২০১৯ ১৪:৫৫

জয়পুরহাট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী অ্যান্ড ম্যাটস্ এর ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী অ্যান্ড ম্যাটস্ এর ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী অ্যান্ড ম্যাটস্ এর ভূমি জোরপূর্বক অবৈধভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলেজের সামনে এ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী এ্যান্ড ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ এ.কে.এম মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ ডাঃ খালিদ বিন শরীফ, পরিচালক প্রফেসর এ.কে.এম আব্দুর রশিদ, পরিচালক ডাঃ এস.আই হাসান।

মানববন্ধনে বক্তরা জানান, জয়পুরহাট ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী অ্যান্ড ম্যাটস্ এর নিজস্ব জমি না থাকায় বাংলাদেশ রেলওয়ের ১ একর জমি লিজ নেয় প্রতিষ্ঠান কর্র্র্তৃপক্ষ।
কিন্তু সাম্প্রতিক এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এ জমির একটি অংশ দখল করে শিক্ষা কার্যক্রম বিঘিœত করে মার্কেট নির্মান শুরু করেছে। অবিলম্বে অবৈধ এ নির্মান কাজ বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবী জানান তারা।

মানববন্ধন শেষে রেলওয়ের রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

উপরে