প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ২২:০৭

শেরপুরে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বগুড়ার নির্দেশনায় গতকাল বুধবার (১০জুলাই) দুপুরে শহরের শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সততা সংঘের উদ্যোগের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটিন সভাপতি এড. রেজাউল করিম মজনুর সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, সহ-সভাপতি আলহাজ¦ শাহজামাল সিরাজী, সদস্য সচিব এটিএম আব্দুস সাত্তার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধানসহ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দুর্নীতি বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উপরে