প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯ ১৮:৩৪

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার

পঞ্চগড় প্রতিনিধি
গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার

নবাগত পঞ্চগড় পুলিশ সুপার মো. ইউসুফ আলী পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।আজ সোমবার দুপুরে তার কার্যালয়ের হলরুমে ওই মতবিনিময় সভায় পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুদর্শন কুমার, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জেলা প্রেসকাবের সভাপতি আনিছুর রহমান।

নবাগত পুলিশ সুপার বলেন, অনেক ক্ষেত্রেই আমরা অভিযোগ পাই থানায় সেবা নিতে এসে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। আমি যোগদান করার পর সব থানার অফিসার ইনচার্জদের ডেকে মিটিং করেছি। তাদের নির্দেশ দেয়া হয়েছে থানায় কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং প্রয়োজনীয় সেবা পায়। হয়রানি ও সেবা থেকে বঞ্চিত হওয়ার কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গণমাধ্যম কর্মীরা পঞ্চগড় জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন, আমি এখানে মানুষের সেবা করতে এসেছি। আমি চেষ্টা করবো এখানকার মানুষরা যেন পুলিশের কাছ থেকে সর্বোচ্চ সেবা পায়। তিনি ড্রেজার বা বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধসহ সামাজিক বিভিন্ন সমস্যা যেমন মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস দমনে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান।

উপরে