প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ২০:২০

কাহালুতে আদালতের নিদের্শে আসামীর বাড়ীর মালামাল ক্রোক করলেন থানা পুলিশ

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে আদালতের নিদের্শে আসামীর বাড়ীর মালামাল ক্রোক করলেন থানা পুলিশ

বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নিদের্শে মঙ্গলবার কাহালু থানা পুলিশ উপজেলার আখুঞ্জা গ্রামের মৃতঃ রমজান আলীর পুত্র ও মামলার আসামী আনছার আলীর বাড়ীর মালামাল ক্রোক করেন। মালামাল ক্রোক এর সময় কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, এস আই নাছির উদ্দিন, এ এস আই আতাউর রহমান, জাহাঙ্গীর আলম, মাছুদ রানা সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, স্বাক্ষীবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

বাড়ীর মালামাল ক্রোক শেষে স্বাক্ষী নজরুল ইসলাম এর জিম্মায় উক্ত বাড়ীতে তালা দিয়ে চাবি রাখা হয়। উল্লেখ্য যে, কাহালু পৌর এলাকার সাগাটিয়া লয়াপাড়া গ্রামের মৃতঃ আফছার আলী শেখের কন্যা রওশনারা বেগম বাদী হয়ে গত ৩০/০১/১৯ইং তারিখে কাহালুর ইলেকট্রনিক্র ব্যবসায়িক আনছার আলী সহ ৪ জনকে আসামী করে বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-২৫সি/১৯ (কাহালু)। এছাড়াও ছানোয়ার হোসেন নামে এক ব্যক্তি আনছার আলীকে আসামী করে বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-৮০সি/১৯ (কাহালু)।  উপরোক্ত ২টি মামলায় বিজ্ঞ আদালত আনছার আলী পলাতক থাকায় তার বাড়ীর মালামাল ক্রোক  এর নিদেশ দেন।

উপরে