প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯ ১২:৫১

মেহেরপুরে দুই দল মাদক ব্যাবসায়ীর মধ্যে গোলাগুলিতে নিহত এক

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে দুই দল মাদক ব্যাবসায়ীর মধ্যে গোলাগুলিতে নিহত এক

মেহেরপুর সদর উপজেলার  গোভিপুর গ্রামে দুই দল মাদক ব্যাবসায়ীদের মধ্য গোলাগুলিতে হামিদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। সোমবার দিনগত রাত তিনটার দিকে গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, সোমবার দিবাগত রাত তিনটার সদর উপজেলার  গোভিপুর গ্রামে দুই দল মাদক ব্যাবসায়ীদের মধ্য গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুল ইসলামের মরাদেহ দেখতে পায় তারা। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদক ভাগাভাগি নিয়ে দু”পক্ষের মধ্য গোলাগুলির এ ঘটনা ঘটে।

উপরে