প্রকাশিত : ৩ আগস্ট, ২০১৯ ২০:২৮

নওগাঁয় ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

নওগাঁয় ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০ জন রোগী নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের বেশির ভাগই ঈদের ছুটিতে ঢাকা থেকে নওগাঁয় এসেছেন বলে জানা গেছে।নওগাঁ সদর হাসপাতাল সূত্র জানায়, এখন পর্যন্ত ৩০ জন রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে ঈদুল আজহা উপলে ঢাকা থেকে ঘরমুখি হচ্ছে মানুষ। এতে করে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যারা ডেঙ্গুকে আক্রান্ত হয়ে নওগাঁয় ফিরিছেন তাদের কেউ ঢাকাতে পড়াশুনা এবং আবার কেউ আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন। তবে স্থানীয়ভাবে চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যাদের গায়ে সামান্য জ্বর ও শরীর ব্যাথা হচ্ছে আতঙ্কে তারাও চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসছেন। পরীক্ষার পর ডেঙ্গুর কোনো উপসর্গ না থাকায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন। তবে হাসপাতলে ডেঙ্গু পরীক্ষায় পর্যাপ্ত কিটস না থাকায় ভোগান্তীর মধ্যে পড়তে হয়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। বাড়তি টাকা খরচ করে বাহিরের কিনিকে পরীক্ষা করতে হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যাদের গায়ে সামান্য জ্বর ও শরীর ব্যাথা হচ্ছে আতঙ্কে তারাও চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসছেন। পরীার পর ডেঙ্গুর কোনো উপসর্গ না থাকায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন। তবে হাসপাতলে ডেঙ্গু পরীায় পর্যাপ্ত কিটস না থাকায় ভোগান্তীর মধ্যে পড়তে হয়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। বাড়তি টাকা খরচ করে বাহিরের কিনিকে পরীক্ষা করতে হচ্ছে।

উপরে