প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯ ২০:২৮

অটিস্টিক ও প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়: মজিবর রহমান মজনু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
অটিস্টিক ও প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়: মজিবর রহমান মজনু

বগুড়ার শেরপুরে কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের অভিভাবক সমাবেশ আজ রোববার (১৮আগস্ট) বেলা ১১টায় প্রতিষ্ঠানের সভাপতি সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। তিনি তাঁর বক্তৃতায় বলেন, অটিস্টিক ও প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সাবলম্বী করার জন্য নানা পদক্ষেপ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল শুধু দেশে নয় সারাবিশ্বে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছেন। তিনি আরও বলেন, কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলটি শেরপুরের প্রথম প্রতিবন্ধী স্কুল। প্রায় দশ বছর যাবৎ শিক্ষকরা বিনা বেতনে শ্রম দিয়ে যাচ্ছে। স্কুলটি যেন সরকারীকরণ করা হয় সে ব্যাপারে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার। এছাড়া অন্যান্যদের মধ্যে বিদ্যালয় পরিচলনা কমিটির সদস্য প্রভাষক মেহদী হাসান, প্রধান শিক মাসুদ করিম, মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ প্রমুখ। শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও একটি হুইল চেয়ার প্রদান করেন।

উপরে