প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯ ২০:৫৩

শেরপুরে গীতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে গীতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বগুড়ার শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, গীতা পাঠ, উলু ও শঙ্খ ধ্বনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (২৩আগস্ট) সন্ধ্যায় শহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙনে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া। এছাড়া অন্যদের মধ্যে অত্র জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সমীর কুন্ডু, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা সংগ্রাম কুন্ডু, অপারেশ বসাক, রঘুনাথ মুর্খাজী, সুধীন্দ্র নাথ রায়, বিদ্যুৎ তলাপাত্র প্রমুখ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিরা উৎসবটিকে ঘিরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেষে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়।

উপরে