প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ১২:৪৯

হিলি বন্দরে আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম

হিলি (দিনাজপুর)
হিলি বন্দরে আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম

দুদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ থেকে ১৫ টাকা। প্রকারভেদে গত ২ দিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৭ থেকে ৩০ টাকা কেজি দরে।

আমদনি বেশি হওয়ায় পেঁয়াজের দাম কমেছে বলে মনে করেন বন্দরের পেঁয়াজ আমদানি করাকরা। এক সপ্তাহ আগে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১৮ থেকে ২০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হলেও গত দুদিনে আমদানি হয়েছে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী বাবুল হোসেন জানিয়েছেন, কোরবানি ঈদের পর পেঁয়াজের আমদানি কম হওয়ায পেঁয়াজের বাজার বেশী ছিলো।তবে পেঁয়াজের এলসি আমদানি কারকদের পর্যাপ্ত করা আছে।দুদিনে চাহিদা অনুযায়ী পেঁয়াজের আমদানি হওয়ায় কমেছে পেঁয়াজের দাম।আমদানি স্বাভাবিক থাকলে আরো পেঁয়াজের ধর কমবে বলে আশা করেন তিনি।

 

উপরে