প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯ ২১:০৫

বগুড়ায় প্রতিবন্ধী শিশু রিপন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় প্রতিবন্ধী শিশু রিপন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বগুড়ায় এক প্রতিবন্ধী শিশুকে অপহরণের পর হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার বগুড়ার  অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক বেগম শরনিম আক্তার এ আদেশ দেন।দন্ডপ্রাপ্তরা হলেন, বগুড়া সদরের মাটিডালী এলাকার ইউসুফ (২৬) সাব্বির আহমেদ (২০), প্রদীপ (১৯) রেহান (২০) ও বারপুর এলাকার রাশেদ (২০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী  অতিরিক্ত পিপি সাব্বির আহম্মেদ বিদ্যুৎ জানান, ২০১৫ সালের  ১০ নভেম্বর বগুড়া সদরের বারপুর এলাকায় বাড়ির পাশের এক দোকানি বসে থাকা অবস্থায় প্রতিবন্ধী শিশু রিপন (১৩) নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পাশের এলাকার চাঁদপুর গড়ের জঙ্গলে  ২০১৫ সালের ১৫ নভেম্বর  ত-বিত অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে শিশু রিপনের পিতা ফারুক হোসেন বাদী পর দিন বগুড়া সদর থানায় ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা এস আই জুলহাস হোসেন ১৪ এপ্রিল ’২০১৬ সালে আদালতে এজাহারভুক্ত ইউসুফ, সাব্বির আহমেদ, প্রদীপ রেহান, বারপুর এলাকার রাশেদ ও পাপ্পুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। কিন্তু পাপ্পু কিশোর অপরাধী হওয়ায় তার বিচার কিশোর অপরাধ আদালতে স্থানান্তর করা হয়। মামলাটি দীর্ঘদিন উভয় পক্ষের বিজ্ঞ কৌশলীদের শুনানি শেষে আজ মঙ্গলবার আদালত ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে  আরও তিন বছর বিনাশ্রম  দনাডাদেশ দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি রিহান ও সাব্বির আদালতে উপস্থিত থাকলেও বাকি তিন জন পলাতক রয়েছে।মামলাটি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এ্যাড. সাব্বির আহম্মেদ বিদ্যুৎ ও আসামী পক্ষে এ্যাড. বিনয় কুমার দাস বিশু পরিচালনা করেন।

উপরে