প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৮

পত্নীতলায় বিএনপি অফিসে পদবঞ্চিতদের তালা ভেঙ্গে প্রবেশ,পুলিশ মোতায়েন

নওগাঁ প্রতিনিধি
পত্নীতলায় বিএনপি অফিসে পদবঞ্চিতদের তালা ভেঙ্গে প্রবেশ,পুলিশ মোতায়েন

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির কার্যালয়ে তালা ভেঙ্গে প্রবেশ করার অভিযোগ উঠেছে আহবায়ক কমিটির পদ বঞ্চিতদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি উপজেলা সদর সরদারপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে ঘটেছে। এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনার পর থেকে দলীয় কার্যালয় এলাকার আশে-পাশে থমথমে অবস্থা বিরাজ করছিল। মোতায়েন ছিল পুলিশ।

জানা যায়, পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির সদ্য আহবায়ক কমিটির পদ বঞ্চিতরা দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে দাওয়াত পেয়েও অভিমানে আসেননি অনেকেই। পরে এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জোর পূর্বক পদ বঞ্চিতরা তালা ভেঙ্গে প্রবেশ করে। পুলিশ খবর পেয়ে দলীয় কার্যালয়ের পরিবেশের আইন শৃঙ্খলা ফিরাতে পুলিশ নেতা-কর্মিদের ছত্রভঙ্গ করে দেয়।পত্নীতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মিন্টু জানান, সদ্য আহবায়ক কমিটির পদ বঞ্চিতরা দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে দাওয়াত পেয়েও অভিমানে আসেননি অনেকেই। পরে এদিন সন্ধ্যায় তারা দলীয় কার্যালয়ে জোর পূর্বক তালা ভেঙ্গে প্রবেশ করে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক সাংসদ সামসুজ্জোহা খাঁন (জোহা) বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। এমন কোন ঘটনার খবর আমার কাছে জানা নাই।পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হামিদ বলেন, আমাদের দলীয় কর্মসূচির আলোকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে ৫টার দিকে দলীয় কার্যালয় বন্ধ থাকায় থালা ভেঙ্গে প্রবেশ করি আমরা।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যা সাড়ে ৭টায় জানান, উপজেলা বিএনপির কার্যালয়ে তালা ভেঙ্গে আহবায়ক কমিটির পদ বঞ্চিতরা প্রবেশ করার অভিযোগ পেয়ে কার্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতা-কর্মিদের ছত্রভঙ্গ করা হয়। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে আবার দলীয় কার্যালয়ের অভিমুখে পদ বঞ্চিতরা সন্ধ্যায় এগিয়ে আসলে তাদের ব্যারিগেট দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দিলে তারা চলে যায়।

উপরে