প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩০

হিলিতে প্রধান মন্ত্রী হতে নতুন ঘর পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে প্রধান মন্ত্রী হতে নতুন ঘর পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে দিনাজপুরের হিলি সীমান্তে তৈরি ৯ টি নতুন ঘর পেলো আদিবাসিরা। সীমান্তের ঘাসুরিয়া গ্রামের ২০ লাখ টাকা ব্যায়ে ৯ জন আদিবাসীকে ঘর প্রদান করলেন সংসদ সদস্য শিবলী সাদিক।আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১ টায় নিমানার্ধীনগৃহ হস্তান্তর উপলক্ষে আলোচনা সভায় ঘাসুরিয়া গ্রামে উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিনাজপুর ৬ এর সংসদ সদস্য শিবলী সাদিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রধান মন্ত্রীর কার্যালয় হতে সমতলে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসুচীর বিশেষ বরাদ্দের আওতায় যাদের জায়গা আছে ঘর নাই এমন অসহায় দুস্থ্য আদিবাসী ৯টি পরিবারের মাঝে গৃহের চাবি সহ তাদের গৃহ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটনসহ অনেকে।

উপরে