প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৪৯

সারিয়াকান্দি রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
সারিয়াকান্দি রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন

বগুড়ার সারিয়াকান্দি রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে।শিশুদের নৈতিক বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার  সকালে বিদ্যালয় চত্তরে সততা ষ্টোর উদ্বোধন পুর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন , শাহ ইলিয়াস উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বগুড়া।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীর সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহী, তাহমিনা খাতুন, জেলা প্রাথমিক অফিসার বগুড়া, রনতোষ কুমার সেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বগুড়া, মোঃ রফিকুল আলম, উপজেলা শিক্ষা অফিসার সারিয়াকান্দি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির  সভাপতি মোঃআশরাফ হোসেন সরকার প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

এক সাক্ষাৎকারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন- শিশুদের অন্যান্য শিক্ষার পাশাপাশি  নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।  এই শিক্ষা শিশুদের সারাজীবনে কাজে আসবে। একজন মানুষের জন্য নৈতিক শিক্ষা খুবই জরুরী।  এতেকরে আগামী প্রজন্ম সঠিক পথে পরিচালিত হবে।এসময়  বঙ্গবন্ধু বুক কর্নার সহ সততা স্টোর, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ"কর্নার, মানবতার দেয়াল দেয়ালিকা ২০১৯ "অগ্নিবীণা  এর উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

উপরে