প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩৭

২য় বারের মত শিক্ষা স্মৃতি পদক পেলেন অধ্যক্ষ জুলফিকার আলী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
২য় বারের মত শিক্ষা স্মৃতি পদক পেলেন অধ্যক্ষ জুলফিকার আলী

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী স্মৃতি পদক-২০১৯ অর্জনের মধ্যদিয়ে দ্বিতীয় বারের মত শিক্ষা স্মৃতি পদক পেয়েছেন বগুড়া সারিয়াকান্দির জোড়গাছা মডেল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী রায়হান। এর আগে ২৮জুন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ.কে ফজলুল হক স্মৃতি পদক পান তিনি।

গত শুক্রবার বিকালে সেগুন চাইনিজ রেস্টুরেন্ট, সেগুনবাগিচা ঢাকায় হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী স্মৃতি পরিষদের আয়োজনে “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন” শিরোনামে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষা স্মৃতি পদক তার হাতে তুলেদেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া। হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী স্মৃতি পদক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা, ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপিকা প্রমুখ সহ অনেকে।

 

উপরে