প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২২

পঞ্চগড়ের বোদায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার
পঞ্চগড়ের বোদায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড পরিচালিত কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালের প্রামাণিক পাড়া ফিজিওথেরাপি সেন্টার নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে চন্দনবাড়ি ইউনিয়নের কালিবাড়ি উচ্চ বিদ্যালয় এবং পাঁচপীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রচারণামূলক স্বাস্থ্য ক্যাম্প, ব্লাড গ্রুপিং এবং লিফলেট বিতরণ করা হয়। বিনামূল্যে শিক্ষার্থীদের ব্যবস্থাপত্র প্রদান করেন কমরেড মোহাম্মদ কমিউনিটি হাসপাতালের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ তাসকিন তাবাসসুম বৃষ্টি। সেখানে মাত্র দশ টাকা শুভেচ্ছা মূল্যে ব্লাড গ্রুপিং করা হয়। দুটি স্কুলে এ বিষয়ক সচেতনামূলক সেশনে বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম।

বিকালে প্রামাণিকপাড়া ফিজিওথেরাপি সেন্টারে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিজিওথেরাপিষ্ট রাজিব হাসান রিয়াদ। প্রত্যাশা ২০২১ ফোরামের সদস্য এ এস এম শফিউল আলম টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য  ফরিদুল ইসলাম লিটন,বিশিষ্ট কবি মামুনুর রশিদ,প্রামাণিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন, কমিউনিটি নার্স রুনা আকতার। আলোচনা শেষে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবাও প্রদান করা হয়।

উপরে