প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৫

মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে: জয়পুরহাট পুলিশ সুপার

জয়পুরহাট প্রতিনিধি
মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে: জয়পুরহাট পুলিশ সুপার

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম বলেছেন, মাদক ব্যবসায়ীরা যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। আর জয়পুরহাট জেলাকে মাদকের জিরো টলারেন্সে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। রবিবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট জেলা প্রেসকাবের আয়োজনে জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে হুশিয়ারী উচ্চারন করে পুলিশ সুপার এসব কথা বলেন।

জয়পুরহাট জেলা প্রেসকাবের সভাপতি এস.এম সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা দায়রা ও জজ এম. এ রব হাওলাদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফে আকবর রাজা চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল আলম বেনু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জয়পুরহাট চেম্বার অফ কমার্সের পরিচালক এম.এ করিম ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সাজ্জাদ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, জয়পুরহাট ডিবি পুলিশের ওসি সিরাজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ডিবি পুলিশের ওসি (তদন্ত) মমিনুল হক, সদর থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন, জয়পুরহাট ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিরুল ইসলাম, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

উপরে