প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫০

বগুড়ায় আনসার বাহিনী এবং গ্রামপ্রতিরক্ষা সদস্যদের বৃক্ষরোপন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আনসার  বাহিনী এবং গ্রামপ্রতিরক্ষা সদস্যদের বৃক্ষরোপন

বগুড়ায় আনসার বাহিনী এবং গ্রামপ্রতিরক্ষা সদস্যদের বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার সকালে এই কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ।

অনুষ্ঠানে ৭শ ২০ জন আনসার  বাহিনী এবং গ্রামপ্রতিরক্ষা সদস্যদের মাঝে ৪টি করে ফলজ ও ঔষধি  গাছের চারা বিতরন করা হয়। এ সময়  আনসার এবং গ্রামপ্রতিরক্ষা সদস্যদের ডেঙ্গেু প্রতিরোধ এবং গুজব বিরোধী এক প্রশিক্ষন সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলার আনসার ও ভিডিপি কমান্ডার মেহেদী হাসান। পরে জেলা প্রশাসক, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে দুটি ফলজ গাছের চারা রোপন করেন।

 

উপরে