প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০৯

বগুড়ার শেরপুরে পূজা উদযাপন পরিষদের বর্ধিতসভা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পূজা উদযাপন পরিষদের বর্ধিতসভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে বর্ধিতসভা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙনে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমৃত লাল সাহা, সহ-সভাপতি দীপক রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অপরেশ বসাক, সৌরভ বসাক, সাধন চক্রবর্তী, কৌসিক কুন্ডু, অপু ঘোষ, বিপ্লব দাস প্রমুখ।

সভায় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এসময় শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির উপস্থিত পূজা মন্ডপের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে যথাযোগ্য মর্যাদায় পূজা উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, এবছর শেরপুর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৮৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

 

উপরে