প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৪১

পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর পার্বতীপুরে মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে।আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার শিফট থেকে পাথর উত্তোলন শুরু করে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
 
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক (জিএম-মাইন অপারেশন) আবু তালেব ফারাজী বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, মধ্যপাড়া খনির পাথর উত্তোলন কাজে ব্যবহৃত উইন্ডিং মেশিনের গিয়ার বক্সের পিনিয়াম ভেঙে যাওয়ায় ৩ এপ্রিল রাত থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।পরে পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি বিদেশ থেকে প্রয়োজনীয় মালামাল আমদানি করে।

উপরে