প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫৯

বগুড়ায় বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টিএমএসএস এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে বগুড়ার সদরের ঘোড়াধাপ শাখায় বৃহস্পতিবার বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।উক্ত ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক আব্দুস সালাম, অঞ্চল প্রধান সাইদুর রহমান, শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ উন্নয়নে অন্তরায়। সমাজ থেকে এই প্রতবিন্ধকতা দূর করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। এই সমস্যা দূর করতে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানও কাজ করছে।

উপরে