প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০১

নন্দীগ্রামে ৪৪টি মন্ডপে দূর্গা পুজার আয়োজন চলছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে ৪৪টি মন্ডপে দূর্গা পুজার আয়োজন চলছে

হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব দুর্গাপুজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কারুশিল্পীরা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় উৎসব দুর্গাপূজা ৭ই অক্টোবর শুরু হবে। উৎসব চলবে ৫দিন ধরে। আর এই উৎসবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও চলছে ব্যাপক প্রস্তুতি। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ।

সেই সঙ্গে প্রতিবারের ন্যায় প্রতিটি পূজা মন্ডপের সামনে নানান সাজে নির্মাণ করা হচ্ছে এক একটি গেট। উপজেলা প্রশাসন সূত্র জানায়, এবার উপজেলার ১টি পৌরসভা সহ উপজেলার ৫টি ইউনিয়নে ৪৪টি স্থানে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো পৌর এলাকার বৈলগ্রাম উত্তরপাড়া বারোয়ারী পূজা মন্ডপ, পৌর শহরের হিন্দুপাড়া পূজা মন্ডপ, পৌর শহরের হিন্দুপাড়া সার্বজনিন পূজা মন্ডপ, বুড়ইল ইউনিয়নের বুড়ইল সার্বজনিন পূজা মন্ডপ, দাসগ্রাম বারোয়ারী পূজা মন্ডপ, নন্দীগ্রাম ইউনিয়নের রনবাঘা শিব শংকরের বাড়ী পূজা মন্ডপ, ভাটরা ইউনিয়নের মাটিহাঁস পূর্বপাড়া পূজা মন্ডপ, চৌদিঘী সার্বজনিন পূজা মন্ডপ, নাগরকান্দি পশ্চিমপাড়া পূজা মন্ডপ, থালতা মাজগ্রাম ইউনিয়নের থালতা থালতেশ্বরী পূজা মন্ডপ, ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বারোয়ারী পূজা মন্ডপ, কল্যান নগর পূজা মন্ডপ, কাথম পূজা মন্ডপ ও কাথম বারোয়ারী পূজা মন্ডপ সহ ৪৪টি স্থানে অনুষ্ঠিত হবে। তবে উপজেলা প্রশাসন যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রং করা বাকি। এ প্রসঙ্গে উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী শ্রী সুকুমার বলেন, সবচেয়ে বড় উৎসব দূর্গা পুজা উপলক্ষে সব হিন্দুধর্মীয় নারী-পুরুষরা ব্যাপক আনন্দ উল্লাস করবে বলে মনে করেন তিনি।

উপরে