প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৫১

পার্বতীপুরে ৯৮ বোতল ফেন্সিডিল সহ দম্পতি গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে ৯৮ বোতল ফেন্সিডিল সহ দম্পতি গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে ৯৮ বোতল ফেন্সিডিল সহ দম্পতি গ্রেফতার হয়েছে। আজ রবিবার ভোরে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ট্রলিব্যাগ বোঝাই ফেন্সিডিল সহ দম্পতি কে রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করেছে।

পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর (দায়িত্ব প্রাপ্ত ওসি) মো: আব্দুস সাত্তার জানান, সীমান্তের চোরাপথ দিয়ে নিয়ে আসা আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে ৯৮ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এই দম্পতি ট্রলিব্যাগ বোঝাই করে ফেন্সিডিল নিয়ে ঢাকাগামী ট্রেনের অপেক্ষায় স্টেশনে অবস্থান কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর সাড়ে ৫ টায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দম্পতি ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুর (ঝাউচর) এলাকার মো: জালাল উদ্দিনের পুত্র মো: কামাল উদ্দিন (২৫) ও তার স্ত্রী সুমি আক্তার সোনালী (২০)। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উপরে